এটাই আর্য সমাজের আসল চেহারা। শুনুন, সনাতন হিন্দু বিশ্বাস সম্পর্কে আর্য সমাজের নেতা প্রয়াত স্বামী অগ্নিবেশ কী বলেছিলেন। তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীর শিক্ষার ভিত্তিতে বক্তব্য রাখছিলেন। সে সবই ছিল হিন্দু ধর্ম ও ঐতিহ্যের চরম অবমাননাকর। কিন্তু, আরএসএস-বিজেপি জোট শুধু ভোটের রাজনীতির জন্য তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। আরএসএস-বিজেপির অনেক পদক্ষেপ হিন্দুদের বিরুদ্ধে যায়। শত্রু শুধু বাইরে নয়। তারা হিন্দু সমাজের মধ্যে বিপজ্জনকভাবে বিদ্যমান। কিন্তু আমাদের সনাতন হিন্দু সমাজের মধ্যে আর্য সমাজের বিদ্বেষপূর্ণ আন্দোলন প্রতিরোধ করার প্রচেষ্টা নূন্যতম ।
আর্য্যসমাজ নেতা স্বামী অগ্নিবেশ তার বক্তব্যে গঙ্গা স্নান, শবরীমালা ও অমরনাথ যাত্রা, তিরুপতি ও কুম্ভমেলার নিন্দা করে সেগুলিই অন্ধশ্রদ্ধা- কুসংস্কার বলে অভিহিত করেছেন। তার এই বক্তব্যে অগ্নিদেশ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেপালের রাজধানী স্থিত কাঠমান্ডুর পশুপতিনাথ ও বাংলাদেশের রাজধানী ঢাকা স্থিত ঢাকেশ্বরী মন্দিরে পূর্জা-অর্চনার কটু সমালোচনাও করেছেন। নিচের লিংকে ক্লিক করুন 👇
https://youtu.be/qbOnNTcI12w?si=eTjfkPNcHlDoX0ob
[কিন্তু এর প্রতিবাদে বিজিপি বা আরএসএস থেকে কোন প্রতিক্রিয়া জানা যায় নি।আর্য সমাজের এহেন সনাতন নিন্দা বৃহত্তর হিন্দু সমাজের মধ্যে বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করে]
এই ভিডিওটি হরিয়ানার একজন রাজনৈতিক নেতা রাজকুমার সাইনির ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে, যিনি একজন আর্য সমাজ কর্মীও। প্রাক্তন বিধায়ক এবং সাংসদ সাইনি আগে বিজেপিতে ছিলেন এবং এখন লোকতন্ত্র সুরক্ষা পার্টির সভাপতি যা 2018 সালে তাঁর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
এই সমস্ত আর্য্যসামাজী নেতারা যখন সনাতন হিন্দু সমাজের নিন্দায় মত্ত, তাদেরকে কখনোই প্রকাশ্যে ইসলাম ও খ্রিস্ট ধর্মের অন্ধবিশ্বাস নিয়ে সমালোচনায় মুখর হতে দেখা যায় না।