Skip to content
সনাতন ধর্ম হলো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বিরচিত অবদান যা পৃথিবীর সমস্ত জীবের জন্য তিনি প্রদান করেছেন।
এই ধর্ম জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য মোক্ষ লাভের একটি দিক নির্দেশনা।
পৃথিবীর যেই ব্যক্তি সনাতন ধর্মের ভুল ধরবে সেই অপপ্রচার এই মঞ্চে খণ্ডন করা হবে। সে যে কোন ব্যক্তিই হোক অথবা যেকোনো ব্যক্তির বিপক্ষেই হোক। সনাতন ধর্ম ঈশ্বর প্রতিষ্ঠিত ধর্ম। এই ধর্মে কোন ভুল নেই। এই সত্য আমরা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব।যেন সৃষ্টির প্রারম্ভে যেমন সনাতন ধর্ম বিদ্যমান ছিল আগামী প্রজন্ম সনাতন ধর্মকে সেভাবেই জানবে ও দেখতে পাবে।
error: কপি করা দন্ডনীয় অপরাধ