About US

শেয়ার করুন

প্রসঙ্গ কথা : সনাতন ধর্ম হলো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বিরচিত অবদান যা পৃথিবীর সমস্ত জীবের জন্য তিনি প্রদান করেছেন।
এই ধর্ম জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য মোক্ষ লাভের একটি দিক নির্দেশনা।
সৃষ্টির জন্ম লগ্ন থেকে এই ধর্ম পৃথিবীতে চলমান। তারপরও লক্ষ্য করা যায় যে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের কিছু মতবাদ পৃথিবীতে তৈরি করেছেন। ওই গোষ্ঠীর মতবাদকে ধর্ম বলে প্রচার করছেন। এই গোলাকার পৃথিবীতে ধর্ম নামে অসংখ্য মতবাদ বাজারজাত করেছেন। তাই তারা নিজস্ব মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং সর্বাধিক জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার উপলক্ষে সনাতন ধর্ম কে বিভিন্নভাবে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । সনাতন ধর্ম যেহেতু ঐশ্বরিক ধর্ম তাই সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সৃষ্টির প্রারম্ভ লগ্ন থেকে এখনো পর্যন্ত এই ধর্ম চলমান। সনাতন ধর্মের উপর দিয়ে যত অন্যায় এবং অত্যাচার হয়েছে তা পৃথিবীর কোন ধর্মের উপর হয়নি। সবকিছুর পরেও সনাতন ধর্ম প্রতিষ্ঠিত এবং স্বমহিমায় বলিয়ান হয়ে আছে। বিভিন্ন সময় বিভিন্ন শতাব্দীতে এমনকি বর্তমানেও কিছু ব্যক্তি বা মতবাদ সনাতন ধর্মকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এই সত্য এবং সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য সনাতন ধর্মের বিভিন্ন আচার সংস্কৃতিকে মানুষের কাছে ভুল ভাবে উপস্থাপন করে থাকে। অনেকে সরাসরি মিথ্যাচার প্রকাশের মাধ্যমেও সনাতন ধর্মের ক্ষতির চেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় আমাদের ধর্মের সত্যতা, নির্ভুলতা, শুদ্ধতা সকলের কাছে উপস্থাপন করার জন্য এবং সকলের অপপ্রচার খন্ডন করার জন্য এই উন্মুক্ত মঞ্চ আমরা সকলের কাছে উপস্থাপন করলাম।

লক্ষ্য ও উদ্দেশ্য : পৃথিবীর যেই ব্যক্তি সনাতন ধর্মের ভুল ধরবে সেই অপপ্রচার এই মঞ্চে খণ্ডন করা হবে। সে যে কোন ব্যক্তিই হোক অথবা যেকোনো ব্যক্তির বিপক্ষেই হোক। সনাতন ধর্ম ঈশ্বর প্রতিষ্ঠিত ধর্ম। এই ধর্মে কোন ভুল নেই। এই সত্য আমরা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব।যেন সৃষ্টির প্রারম্ভে যেমন সনাতন ধর্ম বিদ্যমান ছিল আগামী প্রজন্ম সনাতন ধর্মকে সেভাবেই জানবে ও দেখতে পাবে।


শেয়ার করুন
error: কপি করা দন্ডনীয় অপরাধ